১৯৪৮ সালে এলাকার কিছুসংখ্যক গণ্যমান্য ও সচেতন ব্যক্তি ঢাকা-নারায়ণগঞ্জ বসবাসকারী মুন্সীগঞ্জবাসীদের একত্র করে এলাকার আর্থসামাজিক উন্নয়নের কথা চিন্তা ভাবনা করেন। তাঁদের প্রয়াসে গড়ে ওঠে এই সমিতি। অধ্যাপক এম এ কাদেরের সভাকক্ষে প্রথম সভা এবং উক্ত সভার গৃহীত কর্মসূচী আরো বেগবান সুন্দর ও সাবলীল করার লক্ষ্যে ঢাকা জেলা মিলনাতনে পরবর্তী সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম ‘মুন্সীগঞ্জ এসোসিয়েশন’ নামকরণ করে খান বাহাদুর মাহাবুবউদ্দিন খানকে প্রথম প্রেসিডেনট ও মীর মোশারফ হোসেনকে প্রথম সেক্রেটারী করে ২১ সদস্য বিশিষ্ট প্রথম কার্যকরী কমিটি গঠন করা হয়।